
বালুচরে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় ৪ নং আসামি সবুজ আহমদ রেহানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত সবুজ আহমদ রেহান শাহপরান (র.) থানাধীন গোপালটিলার মৃত আবুল কাশেমের ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে এসএমপির শাহপরান থানাধীন ইকোপার্ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ১০ নভেম্বর বালুচর ২ নং মসজিদ এলাকার কিংস ফুটসাল ইনডোরের সামনে বস্তার গলি রাস্তায় পূর্ব শত্রুতার জেরে মো. ফাহিমকে (২৩) সশস্ত্র একদল যুবক দা, রামদা, চাইনিজ কুড়াল, ডেগার, জিআই পাইপ ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় ফাহিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে আবার সিলেট ওসমানী মেডিকেলে ফিরিয়ে আনা হয়। ১২ নভেম্বর সকাল ৭ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. হারুন রশিদ শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।