
সিলেটের কানাইঘাটে ঘরে ঢুকে আব্দুল হান্নান হানাই (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ১নং লক্ষীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হানাই ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী গ্রামের মৃত ফরমান সর্দারের পুত্র ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল ভোরে হান্নানের বসত ঘরে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার দাবি করেছে, ডাকাতির উদ্দেশ্যে হামলাকারীরা ঘরে প্রবেশ করে ১০ লাখ টাকা লুট করে নেয় এবং হান্নানকে হত্যা করে। নিহতের স্ত্রী শিল্পী বেগম ও বড় ভাই আব্দুল মন্নানের অভিযোগ, প্রবাসে ছেলেকে পাঠানোর জন্য বিক্রি করা জমির টাকাগুলোই ছিল হামলার মূল লক্ষ্য।
তবে স্থানীয়দের ধারণা, এটি পূর্ব শত্রুতার জের ধরে সংঘটিত হত্যাকাণ্ড। বছর খানেক আগে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফারুক আহমদের সঙ্গে হান্নান গংদের সংঘর্ষ হয়েছিল, যাতে ফারুক আহত হয়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন।
স্থানীয়রা আরও জানান, ফারুক আহমদ ও মঈন উদ্দিন একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামি ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ড ভোগের পর তিন বছর আগে তারা মুক্তি পেয়ে এলাকায় ফেরেন।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, “ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”