
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গুলি চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এসময় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলিতে আহত হয়েছেন এরশাদ উল্ল্যাহসহ আরও তিনজন।
বুধবার বিকালে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর বুধবার বিকালে এরশাদ উল্ল্যাহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগে বের হন। এসময় স্থানীয় সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের সদস্যরা হঠাৎ করে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সরোয়ার হোসেন বাবলা ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং এরশাদ উল্ল্যাহসহ আরও তিনজন আহত হন।
গুলির ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনসাধারণ নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”