
চপটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক ও ৫৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৫৫) গ্রেফতার হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে পটিয়া থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতার রুহুল আমিন চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইরোল এলাকার আবদুস সালামের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ এবং পটিয়া থানার ওসি নুরুজ্জামানের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ সহায়তা করে।
ওসি নুরুজ্জামান জানান, রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ৩২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে ২৭টি সিআর, একটি জিআর এবং ৪টি সিআর সাজা ওয়ারেন্ট। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আরও ২৫টি মামলা ও সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও একাধিক গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।