 
    
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতীক তালিকায় ‘শাপলা কলি’কে ১০২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে বলা হয়, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪–এর প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ সংশোধন এনেছে।
সংশোধনী অনুযায়ী, বিধি ৯-এর উপবিধি (১) নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যাতে বলা হয়—এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রার্থীকে অনুচ্ছেদ ২০–এর অধীনে স্থগিত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতার ভিত্তিতে একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
প্রসঙ্গত, রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিবন্ধনের শুরু থেকেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে। প্রতীক নিয়ে দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে নির্বাচন কমিশনের মতপার্থক্য ছিল।
‘শাপলা কলি’ প্রতীকটি চূড়ান্ত হওয়ায় এখন এনসিপির নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে বলে জানা গেছে।