
মো. আল আমিন
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
২৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপি সদস্য ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, সদস্য মৌজ আলী তালুকদার ও তাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনুদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাহবুব, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, বংশীকুন্ডা দক্ষিণ যুবদলের সভাপতি ইমরুল হক শান্ত, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক গোলাম সাইফুল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবে।’
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।