স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার অভিজ্ঞ ও জনপ্রিয় সাংবাদিক অজিত কুমার দাস চ্যানেল এস -এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে টুডে সিলেট-এর সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় টুডে সিলেট পরিবার তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
অজিত কুমার দাস বর্তমানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দক্ষতা, সততা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য তিনি সহকর্মীদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
টুডে সিলেট পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে —
সত্যের সন্ধানে নির্ভীক সাংবাদিকদের মধ্যে অজিত কুমার দাস অন্যতম। তাঁর মেধা ও অভিজ্ঞতা ছাতকের সাংবাদিকতাকে আরও এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।”