সিলেট নগরীর তালতলা এলাকার হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (২১ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন
রুকুব উদ্দিন (৩০)
. ইমরানা বেগম (২০)
মোস্তফা আহমদ (৩৮)
আবু হানিফ (২৮)
সাইদুল ইসলাম (২৫)।
তাদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯-এর ৭৭ ও ৮৭ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযান শেষে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল বিলাস সিলগালা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর হোটেলগুলোকে নিয়ম মেনে পরিচালনা ও অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে আসছেন।
এর আগে গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ হোটেলেও একই অভিযোগে অভিযান চালিয়ে সেটি সিলগালা করা হয়।