নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বাস্থ্য সরঞ্জাম চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন প্রলয় দে (৪৬)। তিনি কোতোয়ালী থানার লালাদিঘীরপাড় এলাকার বাসিন্দা।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল পৌণে ৪টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইনজেকশন, স্যালাইন ও ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় তাকে আটক করে পুলিশ।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে থাকা টিম এ অভিযানে অংশ নেয়।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৪৩/১৯/১০/২৫) দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে প্রলয় দে-কে কারাগারে পাঠানো হয়েছে।