নিজস্ব প্রতিবেদক::
সিলেট মহানগরীর বালুচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার মামুন আহমেদ ওরফে বুলেট মামুনকে (২০) গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) ও কোতোয়ালী থানাপুলিশ। এসময় তার আরও দুই সহযোগীকেও আটক করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বালুচর সোনারবাংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুলেট মামুন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কামদাগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। বর্তমানে সে সিলেটের বালুচর সোনারবাংলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।
গ্রেপ্তার হওয়া মামুনের সহযোগীরা হলো
সৈয়দ আবির হোসেন (১৮), পিতা আজমল আলী, বালুচর সোনারবাংলা এলাকা
রায়হান আহমেদ (১৮), পিতা খালেদ আহমদ, একই এলাকার বাসিন্দা
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
বুলেট মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।”