মো:আল আমিন মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেছেন, হাওরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি উন্নয়নই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। জনগণের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে একটি স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাঁর লক্ষ্য।
বিস্তারিত প্রতিবেদন:
বুধবার দুপুরে মধ্যনগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যারিস্টার লিটন।
তিনি বলেন, “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তির মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।”
ব্যারিস্টার লিটন আরও বলেন, “দেশপ্রেমিক, সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওর উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।”
তিনি জানান, শিক্ষার প্রসারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাওরের ফসলরক্ষা বাঁধ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী পরিকল্পিতভাবে কাজ করা হবে।
তাঁর মতে, “হাওরে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে; তাই মৎস্য নীতিমালার আওতায় অভয়াশ্রম গড়ে তুলে হাওরকে আবারও মৎস্য ভান্ডার হিসেবে ফিরিয়ে আনাই আমার স্বপ্ন।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার লিটন জানান, তিনি শুধু প্রবাসজীবনে নয়, বরং দীর্ঘদিন ধরে রাজনীতির মাটিতেও সক্রিয় ছিলেন।
তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে বলে জানান তিনি। স্থানীয়দের মতে, প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে ব্যারিস্টার লিটন হাওরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ব্যারিস্টার লিটন বর্তমানে দলের চেয়ারপারসনের নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে মাঠে কাজ করছেন।
তিনি বলেন, “আমার পরিবার সবসময় জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার বাবা ও বড় ভাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জনগণের ভালোবাসা ও দলের সমর্থন থাকলে আমিই পারব সুনামগঞ্জ-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করতে।”
সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা হাওরপাড়ের মানুষের কণ্ঠস্বর। আপনাদের লেখনীর মাধ্যমে তাদের কষ্ট ও স্বপ্ন জাতির সামনে তুলে ধরুন। হাওরাঞ্চলের উন্নয়ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মনে রাখবেন, আমি আপনাদেরই আপনজন।