সিলেটে পুলিশের অভিযানে ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন—
এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন (৩১)
মৃত নূরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া (৫১)
ওয়াহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া (৩০)
চৌকিদেখীর খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫)
আখরাগলির আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ (৩৫)
খাসদবীরের আব্দুল মজিদের ছেলে মো. রিপন (৩৫)
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী আখরাগলিস্থ মাওলানার কলোনীর ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।