নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জঃ
শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন মহাসপ্তমীতে সুনামগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ভক্ত-দর্শনার্থী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি সকলকে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান জানান