জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে পৌঁছালে তার প্রতিনিধি দলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তিনি জামিনে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।
মিজান সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে। যুক্তরাষ্ট্র ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতের হুমকির অভিযোগে পুলিশ মিজানকে আটক করে।
উল্লেখ্য, সোমবার রাতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান। এসময় ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করা হয়।