মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। পরে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব উজ্জ্বল রায়। বিশেষ অতিথি ছিলেন জনাব মাহাবুল কবীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব বিজন কুমার তালুকদার এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রকৃত শিক্ষার মাধ্যমেই একটি জাতি তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়। শিক্ষার কোনো বিকল্প নেই। ছাত্র, শিক্ষক ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীণ উন্নয়ন সম্ভব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিসবাহ, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, প্রভাষক সুজন, প্রভাষক মিলন মিয়া ও সহকারী শিক্ষক সমীরণ প্রমুখ।
অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়।