মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কামাল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। উক্ত কমিটিতে এমদাদুল হক তালুকদারকে সভাপতি এবং মোস্তব আলী কাঁচা মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়।
তিনি অভিযোগ করে বলেন, “সম্প্রতি সুনামগঞ্জ প্রতিদিনসহ কয়েকটি অনলাইন পোর্টালে ইউনিয়ন আহ্বায়ক কমিটিকে উদ্দেশ্য করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
কামাল হোসেন আরও বলেন, “এই ধরনের অসত্য প্রচার বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা মাত্র। দায়িত্বশীল সাংবাদিকদের কাছে অনুরোধ—তারা যেন বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য বিল্লাল হোসেন, নিবাস ও কপিলদ্দিন।