শান্তিগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) হত্যা মামলায় জমিয়তের অপর পক্ষের নেতা এম আব্দুল হাফিজকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিরাই আমল গ্রহণকারী জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে বিচারক এফএম সাফায়েত সালাম রিমান্ডের এ আবেদন মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেরে নূর আলী বুধবার সন্ধ্যায় যুগান্তরকে রিমান্ডের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের প্রিয় ব্যক্তি গাজীনগরী হুজুরের জন্য আজ শতাধিক আইনজীবী আদালতে দাঁড়িয়েছিলাম; আমরা আশা করি, এ হত্যার আসল রহস্য উদঘাটন হবে। আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আব্দুল হাফিজ শান্তিগঞ্জ উপজেলার দরগাপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের একাংশের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলমের রাজনৈতিক উপদেষ্টা।
এদিকে আলোচিত মুশতাক হত্যার এজাহারভুক্ত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর রায়ের পর খুনিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে শত শত তৌহিদী জনতা বিক্ষোভ করেন। পরে সেখান থেকে জমিয়তের বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি মিছিল করে ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে জমিয়তের সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আরশাদ নোমান, যুবনেতা ত্বোহা হোসাইন প্রমুখ।
প্রসঙ্গত গত ২ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ শহর থেকে শান্তিগঞ্জের গাজীনগরের বাড়িতে ফেরার পথে মদনপুর থেকে নিখোঁজ হন মাওলানা মুশতাক গাজীনগরী। নিখোঁজের তিন দিন পর গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।