শাহেবুর আলম সভাপতি, এনামুল গনি রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত।
মো: আল আমিন মধ্যনগর' সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের বংশীকুন্ডা বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
প্রথম অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে দ্বিতীয় অধিবেশনে প্রত্যক্ষ ভোটগ্রহণে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে—
সভাপতি: মো. শাহেবুর আলম
সাধারণ সম্পাদক: এনামুল গনি রুবেল
সিনিয়র সহ-সভাপতি: মো. সাইকুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক: ইমারত হোসেন
সাংগঠনিক সম্পাদক: মো. রাসেল মিয়া
ভোটের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কাউন্সিলর ও নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।