সিলেটের ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
আটককৃত কামরুল ইসলাম (৩৯) গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়ার হারিছ মিয়া।
র্যাব-৯ জানায়, র্যাব জানতে পারে যে, সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ৫নং আলীরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাগড়া এলাকার মোবাইল কোম্পানীর টাওয়ারের গেইটের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ ক্রয় বিক্রয়ের জন্যে অবস্থান করছে। পরে মঙ্গলবার রাতে ১০ টার দিকে র্যাব সেখানে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে র্যাব। তখন তার দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর ডান কোচ হতে ১টি কালো রংয়ের পলিথিনে মোড়ানো ১৫টি কালো রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।