মধ্যনগর ( সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ছাউনিযুক্ত নৌকা ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়ান,, সে জামালগঞ্জ উপজেলার বাসিন্দা সামায়ুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯ টায় সামায়ুন মিয়া পরিবারের সদস্যদের সঙ্গে নৌকাযোগে নেত্রকোনার বারহাট্রা উপজেলার কামালপুর গ্রামে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিল। যাত্রাপথে হঠাৎ নৌকাটি ডুবে গেলে শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কর্তব্যরত চিকিৎসক কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার জানায়, আত্মীয়ের জানাজায় যোগ দিতে গিয়ে এভাবে সন্তানের মৃত্যু তাদের জন্য এক অসম্ভব বেদনাদায়ক ঘটনা।