জসিম উদ্দিন
জুড়ী উপজেলা প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সড়ক র্যালি, সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান ও উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ বি এম জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা প্রমূখ।
আলোচনা সভা শেষে জুড়ী উপজেলায় মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বদরুল ইসলাম ও ইলিয়াস সরকারকে পুরস্কৃত করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, “বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জুড়ী উপজেলার বিভিন্ন জলাশয় ও অভয়াশ্রমে নিয়মিত পোনামাছ অবমুক্ত করা হচ্ছে। এতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ যেমন সম্ভব হচ্ছে, তেমনি উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। আমাদের লক্ষ্য হলো—এই উপজেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও মাছ সরবরাহ করা।”
বক্তারা আরও বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে গ্রামীণ জনগোষ্ঠী। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি।