গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলায়নের এক বছর পর হত্যা মামলার আসামী রিপন মিয়াকে (২৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বুধবার (১৩ আগস্ট) র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ভাদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল। অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার এফআইআর নং-০৪ (১৫/০৮/২০২৪), ধারা-১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড এর মূলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার জেল পলাতক আসামী রিপন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার রামেশ্বরপুর আকবর আলীর ছেলে।
র্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতর থাকা কারাবন্দিরা অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে কারাগারে দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। পরে কারাবন্দীরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে। চলমান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দীরা কারাগারের অভ্যান্তরের বৈদ্যুতিক পিলার ভেঙ্গে মই বানিয়ে বেলা ১টা থেকে ২টা মধ্যে বাউন্ডারীর উপর দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় জিএমপির কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে পলাতক আসামীদের গ্রেফতারের অভিযানের অংশ হিসেবে কারাগারের পলাতক আসামী রিপন মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।