স্টাফ রিপোর্টার :::
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বহরগ্রাম, বুধবারীবাজার ইউপির মৃত মইন উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫৫) শনিবার (১৯ জুলাই) অনুমান ২:৩০ ঘটিকার দিকে নিজ বাড়ি থেকে এসআই আবু সাইদ এর নেতৃত্বে ১০/১২ জনের পুলিশ আটক করে থানা হেফাজত খানায় রাখা হয়।
রাত অনুমান সাড়ে ১০ঘটিকায় ছেড়ে দেয়া হয়েছে। কোন মামলা নেই তাকে আটক করা হলো, আবার ছেড়ে দেয়া হলো। রহস্যটা কি। ধারণকৃত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ওসি মনিরুজ্জামান মোল্ল্যার ক্ষমতার অপব্যবহার।জামাল মিয়া জানান,গোসল করে এসে জোহরের নামাজ পড়ে নিজ রুমে বসা মাত্র ১০/১২ জন পুলিশ ওসি সাহেবের হুকুমে আমাকে গ্রেফতার করে থানার হেফাজত খানায় ঢুকিয়ে রাখা হয় প্রায় ৭ ঘন্টা।আমার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ নেই। জামাল মিয়া জানান, পুলিশের আচরণে তিনি ক্ষোব্ধ।থানা হেফাজত খানা থেকে তার বক্তব্য তুলে ধরা হলো।জামাল মিয়া সন্দিগ্ধ আসামি হলে হেফাজত খানায় কেন রাখা হলো। আবার পরে অন্য রুমে রেখে তারপর জামাই আদর দিয়ে ছেড়ে দেয়া হলো কেন। বর্তমানে ওসির সার্বিক অনিয়মের কারণে বিগত ফ্যাসিবাদ সরকারের লালিত পুলিশের আচরণের চেয়ে আরো ভয়ানক পরিস্থিতিতে গোলাপগঞ্জ মডেল থানা। এ অভিযোগ প্রবাসীসহ এক সাবেক ইউপি সদস্যের। বিষয় গুলো খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরী।