মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার শহরের বেড়িরপার মোড় এলাকায় শনিবার (২৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি। এতে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নতুন সংবিধান, বিচার সংস্কার এবং মৌলিক মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম। বিচার সংস্কার ছাড়া নির্বাচন একেবারেই অর্থহীন ও প্রহসনের নামান্তর।”
তিনি বলেন, “আমরা জুলাই-আগস্টের শুরু থেকেই রাজপথে ছিলাম, তখন থেকেই বলেছি—এই পুরোনো সিস্টেমে আর চলবে না। জনগণের অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদার লড়াইকে নতুন সংবিধান ও ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থার মাধ্যমে এগিয়ে নিতে হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, গণতন্ত্রের যে স্বপ্ন দেখেছি, তা আজও অর্থনৈতিকভাবে বাস্তবায়ন হয়নি। তরুণদের কর্মসংস্থান ও দেশের জনগণের আর্থিক বৈষম্য দূরীকরণের দাবিতে আমরা রাজপথে নামি। অন্তর্বর্তী সরকারের সময় জনগণ অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নকে আজ ভোট নামক এক অকার্যকর ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে।”
তিনি দাবি করেন, “আমরা এমন একটি নতুন সংবিধান চাই, যেখানে থাকবে ১৯৪৭ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্বীকৃতি। সেই সংবিধানে থাকবে দেশের সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। কিন্তু আজ সেই নতুন সংবিধানের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক শক্তি।”
এ সময় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, প্রীতম দাশ, জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম এবং যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া।
প্রতিবাদী এই কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল পদযাত্রা শুরু হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল মঞ্চে গিয়ে শেষ হয়। বিশাল এই জমায়েতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও নানা বয়সের হাজারো মানুষ অংশ নেন।
অনুষ্ঠান জুড়ে ছিল দেশ গড়ার অঙ্গীকার, জনগণের অধিকার আদায়ের প্রত্যয় এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দৃঢ় শপথ।