প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2025 ইং
সিলেটে গ্যাস্ট্রোলিভার হাসপাতাল’র উদ্বোধন

গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায়
সিলেটে নতুন দ্বার উন্মোচন করবে
-------- আরিফুল হক চৌধুরী
সিলেটে এই প্রথম বেসরকারি পর্যায়ে অত্যাধুনিক ও বিশেষায়িত গ্যাস্ট্রোলিভার হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট নগরীর উপশাহরস্থ এবিসি পয়েন্ট সংলগ্ন এলাকায় সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সানের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে বিষয়বিক্তিক হাসপাতালের সংখ্যা অনেক কম। গ্যাস্ট্রোলিভার হাসপাতাল চিকিৎসা সেবায় সিলেটে নতুন দ্বার উন্মোচন করবে। শরীলের অঙ্গের মধ্যে লিভার অতন্ত গুরুত্বপূূর্ণ, সিলেটের মানুষ এই হাসপাতাল থেকে উপকৃত হবে। সিলেটের মধ্যবিত্ত, নিম্নআয়ের মানুষের চিকিৎসা সেবায় চিকিৎসকদের আরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এই হাসপাতালের সুন্দর পরিবেশ, চিকিৎসা সেবা, গুণগত মান সিলেটের মানুষের আশা-প্রত্যাশা পূরণ করবে বলে আমি আশা করি।
সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের চেয়ারম্যান এহতেসামুল হক চৌধুরী সামুল এর সভাপতিত্বে ও সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের পরিচালক মাছুম ইফতেখার রসুল শিহাব ও ম্যানেজার এডমিন মো: রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা: জিয়াউর রহমান চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডা: মু. মুহিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (এন্ড্রোক্রাইনোলোজি) ডা: মো: হাবিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ( কার্ডিওলজি বিভাগ) ডা: এস এম হাবিবউল্লাহ সেলিম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (হৃদরোগ বিভাগ) ডা: মো: শুয়াইব আহমদ শোয়েব, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো: মঈন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট গ্যাস্ট্রোলিভার হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ) ডা: মো: অলিউর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফার্মেসী ইনচার্জ হাফিজ সৈয়দ মো: লোকমান হোসেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বদর উদ্দিন।
স্বাগত বক্তব্যে ডা: মো: অলিউর রহমান বলেন, সিলেটের মানুষ আর হুট করে ঢাকায় যেতে হবে না। এখন থেকে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। অত্যাধুনিক মেশিন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করবেন। জনগণ জাতে চিকিৎসার ব্যয় বহন করতে পারে সেই লক্ষে সমস্ত টেস্ট পরিক্ষায় ২৫শতাংশ ছাড় দেওয়া হবে। ২৪ঘন্টা ইনডোর-আউটডোর সেবা প্রদান করবে এই হাসপাতাল। এছাড়াও সব চেয়ে আধুনিক মেশিন ও সেরা চিকিৎসকদারা লিভার সার্জারি, পিত্তনালীর পাথর অপারেশন করা হবে এই হাসপাতালে। তাছারাও হাসপাতালে ব্যাথামুক্তভাবে গুম পাড়ানোর মাধ্যমে এন্ডোসকপি ও কলোনস্কপি করার সু-ব্যবস্থা রযেছে। -বিজ্ঞপ্তি
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com