
নিজস্ব প্রতিবেদক ::
আওলাদে রাসূল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মাদ্দাজিল্লাহুল আলী) এর পৃষ্ঠপোষকতায় এবং আওলাদে রাসূল নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ এরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে “মাইজভান্ডারী ফাউন্ডেশন”-এর উদ্যোগে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মূল্যবান উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. সেলিম আহমদ খান এবং সঞ্চালনা করেন কবি, ছড়াকার ও সংগঠক সাজ্জাদ আহমদ সাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. শরদিন্দু ভট্টাচার্য।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সমাজকল্যাণ সম্পাদক মো. মহিউদ্দিন এনায়েত।
বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সৈয়দ নাজমুল হুদা, সিলেট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাফর আহমদ এবং সিলেট মহানগর বৃত্তি পরীক্ষা কেন্দ্রের প্রধান ফরিদা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ এমদাদিয়া সিলেট জেলা কার্যকরী সংসদের কর্মকর্তা, শাহপরান (রহ.) থানার কর্মকর্তারা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, তাঁদের অভিভাবকবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।