
মিশিগান (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মৌলভীবাজারের রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগান-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৭ সেশনের জন্য অনুষ্ঠিত সাধারণ সভায় গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মিজান খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়নাল আবদ্বীন খান। সভায় উপদেষ্টা পরিষদ ও নির্বাচিত কর্মকর্তাদের পরামর্শক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মুহাম্মদ জগলু তরফদারের সভাপতিত্বে ও জয়নাল আবদ্বীন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আমজাদ হোসেন। নির্বাচনী বোর্ডে আরও ছিলেন নাজমুল ইসলাম ও ফিরুজ তালুকদার।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আখতার হোসেন ও মতিউর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি, অর্থ সম্পাদক জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক ফাহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তরফদার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন, সহ-প্রচার সম্পাদক সৌরভ খান, সাংস্কৃতিক সম্পাদক জামাল আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া সম্পাদক খাইরুল ইসলাম সিয়াম, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল আলী এবং মহিলা সম্পাদক নাজনিন বেগম।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- কাইউম খান, জাহাঙ্গীর আহমদ রুবেল, আনোয়ার হোসেন, আব্দুস শহিদ ও মোস্তাকিম মান্না।
নবনির্বাচিত নেতৃত্ব কমিউনিটির ঐক্য জোরদার, সামাজিক কার্যক্রমের সম্প্রসারণ এবং রাজনগরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।