 
    
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন—
কোতোয়ালী থানার মোকাদ্দেস আলীর ছেলে রাজু আহমদ (২৮), ছড়ারপাড়ের আবুল হোসেনের ছেলে ইদ্দিস আলী (৩৫), কদমতলীর উমেশ করের ছেলে পুলিন কর (৫২), বরইকান্দির জয়নাল আবেদিনের ছেলে মিজান আলী (২৭), দক্ষিণ সুরমার মানিক মিয়ার ছেলে বাদল (৩৫), মৃত আব্দুছ ছালামের ছেলে বদরুল ইসলাম (৪২), আতিয়ারের ছেলে লাবলু হোসেন (৩০), হাসান আলী শিকদারের ছেলে আব্বাস উদ্দিন (২৫), মেন্দিবাগের মৃত আব্দুল খালেকের ছেলে মোস্তাক আহমেদ (৪০), মহব্বত আলীর ছেলে মো. আল-ইসলাম (৩১), মৃত আব্দুল মোতালিবের ছেলে সেজু রহমান (৪০), মুকন্দ দাসের ছেলে মুকুল দাস (৪৪), জাকির হোসেনের ছেলে লিয়াকত আহমেদ (১৮), শহীদ মিয়ার ছেলে মিজান আহমেদ (২৮) এবং মো. ইসরাফিলের ছেলে রবি আউয়াল (২০)।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন চালিবন্দর এলাকার সবজি বাজারের পেছনে অভিযান পরিচালনা করে। নাসিম মিয়ার মালিকানাধীন একটি দোকানের ভেতরে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন জুয়াড়িকে আটক করা হয়।
অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”