নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ :
খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছাতক শহরের শাহজালাল ইসলামী একাডেমির হলরুমে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দীন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও উপজেলা শাখার সহকারী পরিচালক হাফিজ কামরুল ইসলাম,সুনামগঞ্জ জেলা যুব মজলিসের সভাপতি মোশাহিদ আলী।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরকে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে বিজয়ী করতে জোরালো প্রচার-প্রচারণার পরিকল্পনা গৃহীত হয়। পাশাপাশি, প্রতিটি পাড়া-মহল্লায় জনমত গড়ে তোলার লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়— দলীয় কর্মকৌশল আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করা হবে।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন।