প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2025 ইং
নগরীর-আরমবাগে যুবতীর রহস্যজনক মৃত্যু
সিলেট নগরীর আরামবাগ এলাকায় এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা এই ঘটনা ঘটে।নিহত ওই যুবতী সিলেটের জকিগঞ্জ থানাধীন পরচক এলাকার শফি আহমদ চৌধুরীর স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরী (৩০)। সাংসারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বর্তমানে সিলেটের শাহপরাণ থানাধীন ৩৬ নং ওয়ার্ড আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলের ভাড়ায় থাকতেনপুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শফি আহমদ চৌধুরী ও তার স্ত্রী নিশাত ফাতিমা চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ চলছে।
সিলেটের শাহপরাণ থানাধীন ৩৬ নং ওয়ার্ড আরামবাগ বাসা নং-৭/২, রশিদ মঞ্জিলের ভাড়ায় থাকতেন তারা। পারিবারিক জীবনে শফি ও নিশাতের ২জন ছেলে সন্তান রয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরবেলা জানালার গ্রিলে ওড়না দিয়ে গলায় পেচিয়ে নিশাত ফাতিমা চৌধুরী মারা যান। ৯৯৯ কল পেয়ে পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে। সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নগরীর আরামবাগের একটি বাসা থেকে ২ সন্তানের জননী নিশাতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com