প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 8, 2025 ইং
ছাতকে নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫হাজার টাকা

অজিত কুমার দাশ,
সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের ছাতক শহরে চিকিৎসা সেবায় অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ছাতক ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থিত ‘নীপা ফার্মেসি’তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পায়। অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন উপস্থিত ছিলেন। ফার্মেসিতে সেবার নামে অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও রোগীদের নির্দিষ্ট ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক অধ্যাদেশের ১৩(২) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাদের প্রাথমিকভাবে সতর্কও করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইনী চিকিৎসক সংকটের সুযোগ নিয়ে ওই এলাকায় গড়ে উঠেছে একটি অসাধু ডাক্তার-ফার্মেসি সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, ডা. ফাতেমাতুজ জোহরা প্রতি সপ্তাহে তিন দিন ওই ফার্মেসিতে রোগী দেখে থাকেন এবং এ সময় অতিরিক্ত ফি আদায়ের পাশাপাশি রোগীদের বাধ্যতামূলকভাবে নির্ধারিত ওষুধ কিনতে বাধ্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, “জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় নাগরিকরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন যাতে রোগী হয়রানি ও ভোগান্তি বন্ধ হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com