টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

সিলেটের গোলাপগঞ্জে টানা কয়েকদিনের ভারি বর্ষণের ফলে টিলা ধসে একই পরিবারের দুই সন্তানসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 


রোববার সকাল সাড়ে ৮টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে প্রশাসন। মৃতরা হলেন– বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ উদ্দিনের বাড়িটি ছিল একটি উঁচু টিলার পাদদেশে। গভীর রাতে প্রবল বৃষ্টির মধ্যে হঠাৎ টিলার মাটি ধসে পড়ে ঘরের উপর। ঘুমন্ত অবস্থায় রিয়াজ ও তার পরিবার চাপা পড়ে যায়। তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং মাটি সরিয়ে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে তারা সফল হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, ও স্থানীয় প্রশাসন এসে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে চারটি মরদেহ উদ্ধার করে।

 

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা জানান, টানা বৃষ্টির ফলে টিলা ধসের ঘটনা ঘটেছে। দুই সন্তানসহ এক দম্পতির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহায়তায় মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। দুপুরে জানাযার নামাজ হওয়ার কথা।

 

তিনি আরও জানান, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আবার না ঘটে, সেজন্য আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার টিলাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

 

স্থানীয়রা বলছেন, এক পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবছর বর্ষা এলেই এ ধরনের ঝুঁকি তৈরি হয়। তবে এবার যেভাবে প্রাণহানির ঘটনা ঘটল, তা নিয়ে টিলার পাশে বসবাসকারী মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে 'চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও,ভাইরাল

1

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান

2

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

3

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

4

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

5

ছাতকে নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন

6

বালুচরের কিশোর গ্যাং লিডার ‘বুলেট মামুন’ গ্রেপ্তার

7

বড়লেখা সীমান্ত দিয়ে আবারও নারী,পুরুষসহ ১০ জনকে পুশইন

8

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

9

জগন্নাথপুরে যুবদল নেতার নেতৃত্বে জামায়াত নেতার বাড়িতে হামলা,

10

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

11

গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬

12

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

13

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

14

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

15

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

16

সিলেটে কর্মীদের হাতে লাঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা,

17

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

20