, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় হাকালুকি হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস সম্পদ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটার লম্বা কাথা জাল ও ৫০০ মিটার দীর্ঘ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
মঙ্গলবার (৮ জুলাই) হাকালুকি হাওরে অভিযান চালিয়ে প্রায় এক হাজার মিটার কাথা জাল ও ৫০০মিটার কারেন্ট জাল আটক করা হয়।
সিনিয়র উপজেলা মৎস দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ও উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজাল, ক্ষেত্র সহকারী আলমগীর সরকার ও বড়লেখা থানার উপ পরিদর্শক রাকিব হাসান সহ বড়লেখা থানা পুলিশের একটি দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।
বড়লেখা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল জানান, হাওড় অঞ্চলের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন