টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালিদ মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল জগন্নাথপুর, মানববন্ধনে ফুঁসে উঠল জনতা



মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুরে খালিদ মিয়া হত্যার ঘটনায় বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী।  ৬ জুলাই (রোববার) দুপুরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর বাজারে স্থানীয় প্রতিবাদী জনতার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, উত্তর কালনীরচর বাজারে একটি দোকানঘর নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। একপক্ষে বিএনপিপন্থি আবদুল হক, ছানু মিয়া ও লোকমান মিয়া; অন্যপক্ষে আওয়ামী লীগপন্থি জুনাইদ আহমদ, আকাইদ মিয়া, বিলাল মিয়া, মেন্দি মিয়া ও প্রবাসী করিম মিয়া। মামলার রায়ে আদালতের নির্দেশে দোকানঘরটি বিএনপিপন্থিরা দখলে নেয়।
এই ঘটনার জেরে গত ৩১ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপিপন্থি খালিদ মিয়া (৪০) ঘটনাস্থলেই নির্মমভাবে নিহত হন। এ ঘটনায় প্রায় ৩৫ জন আহত হন। নিহতের ভাই শুক্কর আলী বাদী হয়ে ৩ জুন জগন্নাথপুর থানায় মোট ৯৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা (নং ০১/০৩-০৬-২০২৫ইং) দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত ৭ জন আসামি গ্রেফতার হলেও বাকিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে।
প্রতিবাদ সভায় অভিযোগ করা হয়, মামলার প্রধান আসামিরা দিনে পালিয়ে থাকলেও রাতে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তারা নিজেরাই তাদের ঘরবাড়ি ভাঙচুর করে উল্টো বাদীপক্ষকে ফাঁসাতে পাল্টা মামলা দায়ের করছে। পাশাপাশি বাদীপক্ষের লোকজনকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। সম্প্রতি বিএনপিপন্থি হাজী লোকমান মিয়ার বাড়িতে একটি বিস্ফোরণ ঘটায় আতঙ্ক আরও বাড়ে।
সভায় বক্তব্য রাখেন প্রতিবাদী নেতা আলাউর রহমান ইয়াওর, কুবাইব আহমেদ সিজুল, হোসেন মিয়া, রুহেল মিয়া, নিহতের ভাই মোহন মিয়াসহ আরও অনেকে। বক্তারা বলেন, "নিরীহ খালিদ মিয়াকে যেভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"
পরে উপস্থিত জনতা নিহত খালিদ মিয়ার বাড়িতে যান। সেখানে খালিদের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার ছেলেকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই।" নিহতের স্ত্রী বলেন, "আমার চারটি অবুঝ সন্তান আজও বাবার জন্য কাঁদে। তারা প্রশ্ন করে—বাবা কোথায়? আমি কোনো উত্তর দিতে পারি না, শুধু কাঁদি।"
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, "মামলায় কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের পণ্যে ‘শুল্ক মওকুফ’ নিয়ে ট্রাম্পের দাবি নাকচ

1

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

2

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক স

3

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

4

তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা

5

নিহত ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই যোগ দিলেন এনসিপিতে

6

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

7

ছাতকে ভারতীয় (বিএসএফ) পুশ ইন করা ১৬ জনের ম‌ধ্যে পোশাক, খা

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সমাবেশ

10

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

11

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

12

হবিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

13

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

14

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

15

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

18

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

19

আত্মসমর্পণের ইঙ্গিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির

20