দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হক নগর বাজার এলাকার জুমগাঁও গ্রামে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯জুলাই) দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একদল সন্ত্রাসী এডভোকেট আব্দুল কাইয়ুম এর বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের ছেলে আব্দুল করিম সুমনের নাম, যিনি ক্যাসিনোসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, সুমন ছাত্রলীগের পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমন ও তার সঙ্গে থাকা লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করেই এডভোকেট কাইয়ুমের বাড়িতে হামলা চালায়। বাড়ির জানালার কাচ, দরজা-জানালা ভাঙচুর করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয়রা সুমনের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি মৌখিক ভাবে জানি কোন লিখিত অভিযোগ পাইনি।
মন্তব্য করুন