টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ  ::                  সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে অবস্থিত “কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী”-তে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি কয়েস উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক রাজন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া একাডেমির পরিবেশ এবং শিক্ষার্থীদের দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন,
“আপনাদের একাডেমির শিক্ষার্থীদের চোখে স্বপ্ন দেখেছি, তাদের মধ্যে একটি আলোকিত ভবিষ্যতের আশা দেখতে পেয়েছি। এই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অত্যন্ত চমৎকার। আমি অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। শিক্ষার মান উন্নয়নে আপনাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
তিনি আরও বলেন,
“এলাকায় শিক্ষা বিস্তারে এই ধরনের প্রতিষ্ঠানের অবদান অপরিসীম। আমাদের উচিত সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত করে তোলা, যাতে এই অঞ্চলের প্রতিটি শিশু মানসম্মত শিক্ষার সুযোগ পায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তরিকুল ইসলাম। তিনি বলেন,
“শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রতিষ্ঠানের মতো আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলে ভবিষ্যতে ছাতক হবে একটি আলোকিত জনপদ।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
জনাব কাজী মকসুদ মিয়া, আমেরিকার মিশিগান সিটির সাবেক কাউন্সিলর
সদরুল আমিন সোহান, যুক্তরাজ্য প্রবাসী
নানু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী
মনজুরুল করিম তুহিন, আমেরিকা প্রবাসী
কাজী মহসিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, খুরমা উত্তর ইউপি
নুরুল হুদা ফয়সাল, ইতালি প্রবাসী
ড. আফসার উদ্দিন, শিক্ষানুরাগী
ইব্রাহিম আলী রাসেল, জামাল উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মুজাহিদুর রহমান হীরা, সাজ্জাদ মিয়া, আলতাব আলী, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দীন, আজিজ মিয়া, ফখরুদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমি তার উজ্জ্বল উদাহরণ, যেখানে প্রবাসীদের সহযোগিতায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
প্রধান শিক্ষক রাজন মিয়া বলেন,
“আমরা শিশুদের শুধু পুঁথিগত শিক্ষা নয়, নৈতিক শিক্ষা ও প্রযুক্তি-ভিত্তিক আধুনিক জ্ঞানেও দক্ষ করে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য একাডেমিকে এলাকার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা।”

অনুষ্ঠানের শেষ পর্বে একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে, যা অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির কামনা করেন।
এই পরিদর্শন ও আলোচনা সভা স্থানীয়ভাবে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, যা ভবিষ্যতে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল

1

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

2

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

3

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

4

হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: তিনজন নিহত, আহত অন্তত ২৫

5

সুনামগঞ্জে মধ্যনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

6

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

7

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

8

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

9

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

11

১৭৯ রানের দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

12

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস,

15

এম এ হক ছিলেন বিএনপির আপোষহীন কণ্ঠস্বর: ইমদাদ হোসেন চৌধুরী

16

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

17

ছাতক উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

18

দোয়ারাবাজারে পান্ডারগাঁও ও দোহালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20