শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে উসমান আলী (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার নাকুগাঁও গারো পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত উসমান আলী ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে বন্যহাতির একটিদল সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের খেতে তান্ডবলীলা চালায়। এসময় স্থানীয় কৃষকরা তাদের খেতের
ফসল রক্ষার্থে মশাল জ্বালিয়ে বন্যহাতি তাড়াতে যান। একপর্যায়ে বন্যহাতির দল উল্টো কৃষকদের ধাওয়া করে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে উসমান আলী গুরুতরভাবে আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনেরা জানান, মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেছেন। হতদরিদ্র উসমান ও তার পরিবারবর্গ নাকুগাঁও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন , পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।