ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস

দক্ষিণ সুরমায় সেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলার ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা

Today Sylhet24
জুলাই ২০, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতাঃ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনের উপর হামলার ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে৷ আজ দক্ষিণ সুরমা থানায় নিজাম উদ্দিন বাদী হয়ে ‘হত্যা চেষ্টার অভিযোগে’ এ মামলা দায়ের করেছেন বলে থানা সূত্র নিশ্চিত করেছে ৷ মামলার আসামীরা হলেন যুবলীগ নেতা লাহিন আহমদ,এমাদ উদ্দিন,গোলাম মোস্তফা সোহাগ,আব্দুস সামাদ টিপু,শেখ সুহেল আহমদ ও মোঃজাবের হোসেন। এজাজারভুক্ত ৬ জনই আওয়ামীলীগ নেতা আ.স.ম মিসবাহ গ্রুপের সদস্য বলে জানা গেছে।

তথ্য নিয়ে জানা যায়,দক্ষিণ সুরমা উপজেলায় দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের ২ টি গ্রুপ সক্রিয় রয়েছে। একটি গ্রুপ সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের অনুসারী। অপর গ্রুপটি আওয়ামীলীগ নেতা আসম মিসবাহ’র অনুসারী হিসেবে পরিচিত। আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই গ্রুপে ইতিমধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত ১৭ জুলাই রাতে হাবিবুর রহমান হাবিব এমপি’র অনুসারী নেতা,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনের উপর গুপ্ত হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিজাম উদ্দিন ও এমপি হাবিব গ্রুপের নেতারা-এই হামলার জন্য আ.স.ম মিসবাহ গ্রুপকে দায়ী করে আসছেন। এতদিন মৌখিকভাবে অভিযোগ করলেও আজ আনুষ্ঠানিকভাবে মিসবাহ গ্রুপের ৬ জনকে আসামী করে মামলা দায়ের করলেন নিজাম উদ্দিন।

যোগাযোগ করা হলে মামলার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মোঃশামছুদ্দোহা (পিপিএম) বলেন,সেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন হত্যাচেষ্টার অভিযোগে সন্দেহভাজন ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন৷ পুলিশ সে মামলা রেকর্ড করেছে। এবং আসামীদের ধরতে তৎপরতা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।