নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বন্দরবাজারস্থ একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে লালবাজারস্থ হোটেল আল-আজাদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম রুকন আহমদ চৌধুরী (৫৫)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পীরপুর গ্রামের মৃত ইয়ারোজ আহমদ চৌধুরী ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুকমন আহমদ চৌধুরী গত জানুয়ারী মাস থেকে মাসিক ৩০০০ টাকা ভাড়ায় বন্দরবাজারস্থ লালবাজারে অবস্থিত হোটেল আল-জালালে ভাড়া থাকতেন। বুধবার হোটেল কর্তৃপক্ষ দীর্ঘ সময় তাকে কক্ষ থেকে বের হতে না দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার এসআই এবাদুল্লাহ জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেছি। মৃত রুকন আহমদ চৌধুরী শারীরিকভাবে বেশী মোটা এবং অবিবাহিত ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তার একমাত্র বোন সাজনা বেগম শিমু লাশ নিয়ে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণেই তার মৃত্যু ঘটেছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. জিয়াউল হক।