মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে এক কলেজ ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার সরকারী কলেজ থেকে ফেরার পথে একটি মাইক্রোবাসে করে কতিপয় বখাটে অপহরণ করে। তার নাম স্বপ্না বেগম (২৭)। সে মৌলভীবাজার জেলার রাজনগর থানার মৃত রফিজ মিয়ার মেয়ে।
অপহরণের ৩ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান না পাওয়ায় ৩ জনের নাম উল্লেখসহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্রী রাজনগর থানার উত্তর মহল্লা গ্রামের মৃত রফিজ মিয়ার মেয়ে স্বপ্না বেগম কলেজে আসা যাওয়ার সময় সদর থানার নিমারাই গ্রামের মোবশ্বির মিয়ার বখাটে পুত্র আল আমিন প্রায় সময়ই উত্যক্ত করতো। বিষয়টি স্বপ্না বেগম তার বড় ভাই রানা মিয়াকে অবহিত করলে তিনি কলেজের অধ্যক্ষের কাছে এ ব্যাপারে নালিশ করেন। এর প্রেক্ষিতে আল আমিন তার কয়েকজন সহযোগিকে সাথে নিয়ে গত মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টার সময় কলেজ থেকে ফেরার পথে একটি মাইক্রোবাসে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্বপ্নার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে স্বপ্নার ভাই কলেজ এলাকায় গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনতে পান নিমারাই গ্রামের মোবশ্বির মিয়ার পুত্র আল আমিন (২৭) ও তার সহযোগি মোহাইমিন এবং এমরানসহ আরো ৩/৪ জন মিলে স্বপ্নাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। এরপর আল আমিনের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্বপ্নার সন্ধান পাওয়া যায়নি। ঐ দিন রাত ৮টার সময় এক সুযোগে স্বপ্না বেগম তার মোবাইল চালু করলে বড় ভাই রানা কল দেন। তখন আল আমিন ফোন কেড়ে নিয়ে বলে আমি তোমার বোনকে নিয়ে সিলেট শহরে চলে এসেছি। অযথা খোঁজাখুঁজি করে সময় নষ্ট করে কোন লাভ নেই। আমি কাজী অফিসে নিয়ে স্বপ্নাকে বিয়ে করবো। বেশী বাড়াবাড়ি করলে স্বপ্নাকে হত্যা করে লাশ গুমের হুমকী দেয় আল আমিন।
এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকালে মৌলভীবাজার সদর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখসহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন স্বপ্নার ভাই রানা মিয়া (৩২)। মামলার আসামীরা হলেন- নিমারাই গ্রামের মোবশ্বির মিয়ার পুত্র আল-আমিন (২৭), একই গ্রামের আবুল মিয়ার পুত্র মোহাইমিন ইসলাম(২৭) ও তাদের সহযোগি এমরান আহমদ (২৮)।
মামলার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, কলেজ ছাত্রী স্বপ্না বেগম অপহরণের ঘটনায় তার ভাই মামলা দায়ের করেছেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।