নিজস্ব প্রতিবেদক:: ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর আনন্দ মিছিল থেকে সিলেটের সুবিদ বাজারে একটি ডেন্টাল কেয়ার ভাংচুর করা হয়েছে। এসময় প্রতিবাদ করলে হামলাকারীরা প্রতিষ্ঠানের মালিককে মেরে ফেলার হুমকি দেয়। স্থানীয় সূত্রে জানা যায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের আহবানে অসহযোগ আন্দোলনের ২য় দিনে মার্চ ফর ঢাকা কমসূচী ঘোষণা করে, সেই থেকে সারা দেশের ছাত্র জনতা ঢাকা ঘেরাও করলে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্যহন। পরে সারা দেশের ন্যায় সিলেটেও সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করে। এসময় মিছিল থেকে সুবিদ বাজার কলাপাড়া রাস্তা প্রবেশ মূখে ২য় তলায় কুইক ডেন্টাল কেয়ার নামক একটি প্রতিষ্ঠানে ব্যপক ভাংচুর করে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ভাংচুরকৃত কুইক ডেন্টাল কেয়ার
চেম্বারের মালিক, ড.মারজানা সিদ্দিকী মৌরি।
এ ব্যপারে কুইক ডেন্টাল কেয়ার এর সত্ত্বাধিকারী ড.মৌরি এই প্রতিবেদককে বলেন আকস্মিকভাবে এতো লোক হামলা ভাংচুর ও লুটপাট করেছে যে কিছু বুঝে উঠতে পারছিলামনা। তাপরও সাহস করে বাধা দিলে তারা প্রাণ নাশের হুমকি দেয়, তখন আমি হতবাক হয়ে যাই। তিনি আরো বলেন হামলায়
আনুমানিক ২০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।