স্টাফ রিপোর্টার : ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ ঘোষিত ২ ফেব্রুয়ারীর পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে দাবী পূরণের আশ^াসে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভায় শ্রমিক কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে, পরিষদের ১ম যুগ্ম সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইন সম্পাদক ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া।
সভায় পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ময়নুল ইসলাম বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জনগণকে পরিবহন সেবা দিতে আন্তরিক। কিন্তু আমাদের ন্যায্য দাবী দাওয়ার ব্যাপারে সরকারের উদাসীনতায় শ্রমিকরা বিক্ষুব্ধ। ৮ দফা দাবীতে আমরা ২ ফেব্রুয়ারী থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন শ্রমিক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলাম। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে সিলেটের জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১৯ ফেব্রুয়ারীর মধ্যে আমাদের দাবী মেনে নেয়ার ব্যাপারে আশ^স্ত করা হয়। যদি এরমধ্যে আমাদের দাবী মেনে না নেয়া হয় তাহলে ২০ ফেব্রুয়ারী থেকে পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে।