স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে পৌণে এক কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি। এসময় এক চোরাকারবারীকেও আটক করা হয়। বৃহস্পতিবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফল ও মাদক জব্দ করে বিজিবি। বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর, কালাসাদেক এবং লবিয়া বিওপিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, ডালিম, নিভিয়া সফট ক্রিম, পন্ডস ফেস ওয়াস, সুপারি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা, রসুন, কাঠ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর এবং মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭শ টাকা।
এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।