সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই বিপ্লব বিরোধী অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সমন্বয়ক ফয়জুর রহমান সিফাতের সভাপতিত্বে ও সাদ্দাম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পলিটেকনিক শাখার মো: বাদল আহমেদ, সাইফুল ইসলাম, জয়, আরমান আহমেদ, পাবেল মাহমুদ, শফিকুল ইসলাম ও ইমরান আহমেদ প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, হাজারো ছাত্র-জনতা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। বিশেষ করে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একটি দেশবিরোধী চক্র প্রবাসে বসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরিপন্থি বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মোস্তাফিজুর রহমান সোহাগ, নাসিম আহমেদ, নাজমুল ইসলাম, কাওছার আহমদ, নাইমুর রহমান ও মিজানুর রহমান প্রবাসে বসে দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে। তারা শহীদদের অবমাননার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাদেরেক ধরে এনে বিচারের কাঠড়ায় দাঁড় করানো উচিত। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিজ্ঞপ্তি