জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রশিবির নেতার বাড়ীতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার (২৯ জানুয়ারী) বিকেলে জকিগঞ্জ থানার চিনিরচক গ্রামের সামছুল হক লস্করের পুত্র সাবেক ছাত্রশিবির নেতা আবুল কালাম আজাদ লস্করের বাড়ীতে এই তল্লাশী চালানো হয়। তবে এই সময় কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার কসনকপুর ইউনিয়নের চিনিরচক গ্রামের সামছুল হক লস্করের পুত্র সাবেক ছাত্রশিবির নেতা আবুল কালাম আজাদ লস্কর কয়েক বছর থেকে প্রবাসে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে সে ছাত্রশিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। প্রবাসে গিয়েও সে জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি বিগত সময়ে সে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় তার বাড়ীতে হুমকী-ধামকীর ঘটনা ঘটেছে। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সিলেটের মোগলাবাজার থানায় দায়েরকৃত একটি ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামী করা হয়েছে। এই মামলার কারণে পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, আবুল কালাম আজাদ লস্করকে ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনার একটি মামলায় আসামী করা হয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছিল। তবে পুলিশ খবর পেয়েছে সে নাকি প্রবাসে অবস্থান করছে। আমরা আদালতে সেই তথ্য উপস্থাপন করবো।