সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় সেবা চুলাঘর থেকে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা ঘটে।
জানা যায়, ২০ জানুয়ারী সোমবার সেবা চুলাঘর থেকে অজ্ঞাত ব্যক্তি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। এসময় দোকানে কাস্টমারের চাপ থাকায় চুরির ঘটনা কারো নজরে আসেনি।
পরবর্তীতে যখন দোকানের বাহিরে ডিসপ্লে করা গ্যাস সিলিন্ডার না দেখায় শুরু হয় খোঁজাখোঁজি। এরপর দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে বেরিয়ে আসে চুরির ঘটনা। তাৎক্ষণিক চুর সনাক্ত করা না গেলে ও দেখা যায়, চুরি করা গ্যাস সিলিন্ডার গুলো নিয়ে ঐ ব্যক্তি সিলেট -সুনামগঞ্জ রোড দিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে দোকানের মালিক সোস্যাল মিডিয়া চুর কে ধরিয়ে দিতে দশ হাজার পুরস্কার ঘোষণা করেন। সেই সাথে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।