ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফলোআপ জগন্নাথপুরে বিতর্কিত টিকটকার লিটনের মানহীন কুরুচিপূর্ণ টিকটক ভিডিও সচেতনতার পরিবর্তে অপরাধকেই উসকে দিচ্ছে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ?

Today Sylhet24
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা টিকটকার লিটনের বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ উপজেলাবাসী গত ৬ জানুয়ারী টুডেসিলেট  অনলাইন সংস্করণে “টিকটকার লিটনে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা ” শিরোনামে সংবাদ প্রকাশের পর সপ্তাহ খানেক কিছুটা নিরব থাকলেও এখন সে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তাহার টিকটকের ছবি দেখলেই বুঝাযায় সে কতোটা নিন্মমানের ভিডিও তৈরি করে সমাজে অপরাধীদের উসকে দিচ্ছে। তাহার এসব ছবি দেখলেই বুঝা যায়, সে সমাজে কি করতে চায়। এখনই যদি তাকে সম্মিলিত ভাবে প্রতিরোধ করা না যায় তাহলে ভবিষ্যতে সে ঐ এলাকার ত্রাস সৃষ্টি করতে কর্ণপাত করবেনা।

লিটনের একটি টিকটকে দেখাযায় পায়ের উপর পা তুলে সিগারেট মনে হলো সে এলাকার মুকুটহীন বেয়াদব সম্রাট , আরেকটি টিকটকে দেখা যায় কাচা মাছ খাচ্ছে, কখনো সে সাজে মহিলা, কখনো সাজে হিজরা, সে এসব নিন্মমানের কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে স্থানীয় উঠতি বয়সী যুবসমাজকে অপরাধে ধাবিত করছে। শুধু তাইনা তাহার বিরুদ্ধে ইয়াবা নামক মরণ নেশা মাদক সেবনের অভিযোগও রয়েছে। সে গর্ব করে বলে জগন্নাথপুরের কিং। তাহার এমন বিতর্কিত কর্মকান্ডে দেশ-বিদেশের যে কোনো জায়গায় জগন্নাথপুর নামের যে পরিচিতি আছে বা ছিলো তা এখন অনেকের কাছে হাসির খোরাকে পরিনত হয়েছে।

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাকে বিতর্কিত করছে কে এই টিটকার লিটন, তার খুটিরজোর কোথায়? সে কি আইনের উর্ধ্বে! ফেসবুকে তার মানহীন নিন্মমানের বিভিন্ন টিকটক সচেতনতা তৈরির পরিবর্তে বিভিন্ন অপরাধ বৃদ্ধিতে সহায়তা করলেও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে চলছে নানা গুঞ্জন। বিষয়টি ভাবিয়ে তুলছে সচেতন মহলকে।

উপজেলার স্থানীয় ৫ নং চিলাউড়া- হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন আমরা টিকটকার লিটনের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয়ভাবে চেষ্টা করছি। সে আমাদের কথা না শুনলে থানায় অভিযোগ দিবো।

উল্লেখ্য গত জানুয়ারী প্রকাশিত সংবাদটি পাঠকের উদ্দেশ্য হুবুহু তুলে ধরা হলো:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা টিকটকার লিটনের বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ উপজেলার সচেতন মহল। লিটন যদি তার নেতিবাচক মানহানিকর টিকটক কর্মকান্ড থেকে সড়ে না আসে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন একবার আমরা সম্মিলিতভাবে স্থানীয় যুবসমাজ তাহার নেতিবাচক টিকটকের কারণে তাহার বাড়ী ঘেরাও করেছিলাম, তখন সে প্রতিজ্ঞা করেছিলো জগন্নাথপুরের সম্মান হানি হয় এমন কাজ আর করবেনা। কিন্তু ইদানীং সে তাহার প্রতিজ্ঞা ভঙ্গ করে আবারও ভাইরাল হওয়ার জন্য মানহীন, কুরুচিপূর্ণ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সমাজে ন্যায় বিচারের পরিবর্তে বিচারহীনতার সৃষ্টি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। তাই জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উচিৎ সমাজে শান্তি প্রতিষ্টার স্বার্থে টিকটকার লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া।

কখনো সে সাজে মহিলা, কখনো সাজে হিজরা এসব ভিডিও তৈরি করে আবার কখনো বলে সে জগন্নাথপুরের কিং। দেশ-বিদেশের যে কোনো জায়গায় জগন্নাথপুর নামের যে পরিচিতি আছে বা ছিলো তা এখন অনেকের কাছে হাসির খোড়াকেে পরিনত হচ্ছে।

প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাকে বিতর্কিত করছে টিটকার লিটন। ফেসবুকে তার মানহীন নিন্মমানের বিভিন্ন টিকটক সচেতনতা তৈরির পরিবর্তে বিভিন্ন অপরাধ বৃদ্ধিতে সহায়তা করছে। বিষয়টি ভাবিয়ে তুলছে সচেতন মহলকে।
এর আগেও একবার সে পবিত্র কোরআন নিয়ে এসব পানি ভিডিও তৈরি করছে। এসব মানহানিকর ভিডিও যদি বন্ধ না করে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।