ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আজকের গুরুত্বপূর্ণ
  5. আন্তর্জাতিক
  6. উপজেলার সংবাদ
  7. ওপার বাংলা
  8. খেলার খবর
  9. গ্যাজেট
  10. চাকরির খবর
  11. চাকরির খোঁজ
  12. জাতীয়
  13. দুর্ঘটনা
  14. ধর্ম পাতা
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আজ ছড়াকার সাজুর ৫২ তম জন্মদিন

Today Sylhet24
জানুয়ারি ১৬, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

নব্বই দশকের ও জুলাই বিপ্লবের সময়কার প্রতিবাদী বিশিষ্ট লেখক ছড়াকার ও সংগঠক সাজ্জাদ আহমদ সাজুর ৫২ তম জন্মদিন ১৬জানুয়ারী । ১৯৭৩ইংরেজীর এইদিনে সিলেটঞ শহরের সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন রহ. আলাইহির স্মৃতিবিজরীত টুলটিকর গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৯১সালে সিলেট সরকারী কলেজ থেকে ডিগ্রী পাস করে সাংবাদিকতার পাশাপাশি ছড়া কবিতা উপন্যাস সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। এযাবতকালে টুলটিকর অংকুর সাহিত্য পাঠাগারের প্রতিষ্টা করেন ২৯৮৯সালে । এছাড়া ও টুলটিকর সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপত ছিলেন। সাপ্তাহিক জনতার ডাক এর সম্পাদিত ও প্রকাশক, সাপ্তাহিক নকশী বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক. বর্ধমানে সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি. মাই সিলেট টিভির সম্পাদক ও প্রকাশক। তার প্রকাশিত ছড়াগ্রন্থ নীল আকাশে জাদুকর, ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম। প্রকাশের অপেক্ষায় আছে সুখে দুখে প্রবাসী.. ফুল পাখি নদী জল. ইতিহাস ঐতিহ্যে সিলেট সিটি, ছোটগল্প জল পরী ইত্যাদি। এসয়কার জনপ্রিয় ছড়াকার সাজ্জাদ আহমদ সাজুর জন্য বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সুস্থতা ও দির্ঘায়ৃ কামনা করেন । তার মধ্যে বাধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট, অংকুর সাহিত্য পরিষদ, আমজনতার ডাক, মাই সিলেট টিভি পরিবার, সময় বাংলা টিভি , তালাশ টিভি. টুডে সিলেট ২৪ ডট কম সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।