নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা টিকটকার লিটনের বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ উপজেলার সচেতন মহল। লিটন যদি তার নেতিবাচক মানহানিকর টিকটক কর্মকান্ড থেকে সড়ে না আসে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন একবার আমরা সম্মিলিতভাবে স্থানীয় যুবসমাজ তাহার নেতিবাচক টিকটকের কারণে তাহার বাড়ী ঘেরাও করেছিলাম, তখন সে প্রতিজ্ঞা করেছিলো জগন্নাথপুরের সম্মান হানি হয় এমন কাজ আর করবেনা। কিন্তু ইদানীং সে তাহার প্রতিজ্ঞা ভঙ্গ করে আবারও ভাইরাল হওয়ার জন্য মানহীন, কুরুচিপূর্ণ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সমাজে ন্যায় বিচারের পরিবর্তে বিচারহীনতার সৃষ্টি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। তাই জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উচিৎ সমাজে শান্তি প্রতিষ্টার স্বার্থে টিকটকার লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া।
কখনো সে সাজে মহিলা, কখনো সাজে হিজরা এসব ভিডিও তৈরি করে আবার কখনো বলে সে জগন্নাথপুরের কিং। দেশ-বিদেশের যে কোনো জায়গায় জগন্নাথপুর নামের যে পরিচিতি আছে বা ছিলো তা এখন অনেকের কাছে হাসির খোড়াকেে পরিনত হচ্ছে।
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাকে বিতর্কিত করছে টিটকার লিটন। ফেসবুকে তার মানহীন নিন্মমানের বিভিন্ন টিকটক সচেতনতা তৈরির পরিবর্তে বিভিন্ন অপরাধ বৃদ্ধিতে সহায়তা করছে। বিষয়টি ভাবিয়ে তুলছে সচেতন মহলকে।
এর আগেও একবার সে পবিত্র কোরআন নিয়ে এসব পানি ভিডিও তৈরি করছে।৷ এসব মানহানিকর ভিডিও যদি বন্ধ না করে তার বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।