স্টাফ রিপোর্টার::
সিলেট জেলার গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি এমসি একাডেমি’র প্রাক্তন ছাত্র এসএসসি ৯৮ ব্যাচের উদ্যেগে আগামী ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬.০০ঘটিকার সময় গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহামিলন মেলা।” চলো শৈশবে ফিরে যাই” শ্লোগানকে ধারন করে এসএসসি ৯৮ ব্যাচের সকল শিক্ষার্থীরা একত্রিত হতে যাচ্ছেন। এই অনুষ্ঠান উদযাপনে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়াও চল চল মিলনমেলায় যাই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যপক প্রচারণা। এই মিলনমেলার মিডিয়া পার্টনার somoytvbangla.com ও talash television। সরেজমিন ঘুরে দেখা যায় গোলাপগঞ্জ পৌরসভা গেইটের সামনে সিলেট – জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মিলনমেলা উদযাপন কমিটির পক্ষ থেকে বিশাল ব্যানার সাটানো হয়েছে, এছাড়াও পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনের চতুর্দিকে আলোকসজ্জা করা হবে বৃহস্পতিবার। ৩ জানুয়ারি মিলনমেলাকে সুন্দর ও স্বাথক করতে ৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন ১) ছয়ফুল আলম হাসান, ২)সৈয়দ মারুফ আহমদ, ৩) মকসুদ আহমদ চৌধুরী,৪) আল আমিন ও ৫) আব্দুস সালাম। এছাড়া সার্বিক সহযোগিতার জন্য ১) মতিউর রহমান হাসান ও ২) নুরান চৌধুরী এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনায়–আফছার উদ্দিনকে মনোনীত করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করছেন। মিলনমেলা উদযাপন সম্পর্কে জানতে উদযাপন কমিটির সদস্য ছয়ফুল আলম হাসান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতির ৭০-৮০% কাজ সম্পন্ন করেছি, যেটুকু বাকী আছে তা ২জানুয়ারী বৃহস্পতিবার এর মধ্যে শেষ হবে। তিনি আরো জানান আমরা আশা করছি এসএসসি ৯৮ ব্যাচের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থাকবেন এবং প্রত্যেককেই আমরা মিলনমেলা উদযাপন কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবো। মিলনমেলা অনুষ্টানটি ৯ টি অনলাইন চ্যানেল সরাসরি লাইভ সম্প্রচার করবে। অনুষ্ঠানে থাকবে শুভেচ্ছা বক্তব্য, আলোচনা, মতবিনিময়, আড্ডা, ক্রেস্ট বিতরণ ও আপ্যায়ন।